মানিকগঞ্জ সংবাদদাতা :১৩
” বিদ্যুৎ গ্যাস ও পানির অপচয় রোধ করি,জীবাশ্ম জ্বালানির চাপ কমাই,কার্বন নিরপেক্ষ জীবন গড়ি, নবায়নযোগ্য শক্তির ব্যাবহার বৃদ্ধি করি” এই স্লোগানকে সামনে রেখে
মানিকগঞ্জে জলবায়ু ন্যায্যতা বিষয়ক দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ অনুষ্ঠানের আয়োজন করে।
বেলা সারে দশটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রবীণ কৃষক নেতা মো ইব্রাহিম মিয়া, সাবেক ইউপি সদস্য শহীদ বিশ্বাস ও কৃষাণী আমেনা বেগম অনুষ্ঠানের শুভ উদ্ভোদন ঘোষণা করেন। বারসিক পরিচালক পাভেল পার্থ ও সৈয়দ আলী বিশ্বাসের পরিচারনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় ও কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার, বারসিক সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ও সাংবাদিক বনানী মল্লিক।
বিকেলে কৃষক নেতা করম আলী মাস্টারের সভাপতিত্বে জলবায়ু বিষয়ক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব সানোয়ারুল হক,এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস
সাংস্কৃতিক সংগঠক রতন সাহা,কমরেড ইকবাল হোসেন,মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সহ- সভাপতি আবুল বাশার আব্বাসী প্রমুখ। বক্তারা বলেন, মানিকগঞ্জ অঞ্চলের পরিবেশ নদী নালা খাল বিল, নিরাপদ কৃষি প্রতিবেশ সংরক্ষণে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ জোরদার করতে হবে। লোকজ সংস্কৃতির সুরক্ষার আন্দোলন সংগ্রাম জোরদার করতে হবে। কার্বন নিঃসরণ রোধে নবায়নযোগ্য শক্তির ব্যাবহার বৃদ্ধি করতে হবে।
ব্যাবস্থাপনা সহায়তায় মাসুদুর রহমান, শিমুল কুমার বিশ্বাস নিতাই চন্দ্র দাস, মো.নজরুল ইসলাম, সামায়েল হাসদা,তপন সাহা,মুক্তার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *