শাহীন তারেক,মানিকগঞ্জ ,২৯ সেপ্টেম্বর
বাল্যবিবাহ প্রতিরোধ ২০২২ উদ্দযাপন উপলক্ষে মানিকগঞ্জে জনসচেততনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও আহসানিয়া মিশনের যৌথ উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।
এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শুকলা সরকার,অতিরিক্ত পৃুলিশ সুপার(সদর সার্কেল) মো.কামরুল হাসান,প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু,বাংলাদেশ কাজী সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা ফজলুল হক,আহসানিয়া মিশনের পরিচালক ফিরোজ আলম প্রমূখ।

প্রধান অতিথি বলেন,বাল্যবিয়ে একটি শাস্তিযোগ্য ও সামাজিক অপারাধ। কেউ যদি এই অপরাধ করেন তাহলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার একবছর পরেও জানা গেলে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *