মানিকগঞ্জ প্রতিনিধি, ০৬ আগস্ট।
শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে দেশ ত্যাগ করায় মানিকগঞ্জে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এরপর জেলা বিএনপির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে মিছিলটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস.এ কবির জিন্নাহ, সহ-সভাপতি আজাদ হোসেন খান, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সত্যেন কান্ড পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, জেলা ছাত্রদলের সাবেক জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ ও সাটুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দস খান মজলিস মাখনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আফরোজা খান রিতা বলেন,আমাদের প্রাথমিক বিজয়, চুড়ান্ড বিজয় অর্জন করতে আমাদের আরো ধর্য্য ধারন করতে হবে। সরকারি বেসরকারি স্থাপনা, কারো বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা যাবে না। সরকার পতনের পর বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ভাংচুর হওয়ার পর আমি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীকে আমি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি এবং যেকোন ধরণের ভাংচুর, নৈরাজ্য ঠেকাতে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি। আমাদের নেতাকর্মীরা থানা, ডিসি-এসপি’র বাসভবনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে।