
মানিকগঞ্জ সংবাদদাতাঃ১৮ জুলাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবীতে মানিকগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচী পালন করেছে।
পুলিশের বাধার মুখে শহর থেকে এক কিলোমিটার দূরে বৈউথা ঘাটে সংক্ষিপ্তি সমাবেশ করে।
বিএনপির কেনদ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে বৈউথা ব্রীজের দক্ষিন পাশ থেকে পদযাত্র শরু করে বৈউথা মোড় হয়ে শহরের রাস্তায় উঠতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।পুলিশের বাধার মুখে বৈউথা ঘটেই সংক্ষিপ্ত সমাবেশ করে।এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা,সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ,যুবদলের সাবেক নেতা গোলাম কিবরিয়া সাঈদ।এসময় হাজার হাজার নেতা কর্মীরা চোর চোর শেখ হাসিনা ভোট চোর শ্লোগান দিতে থাকে।