স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ থেকে | ৪ আগস্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হয়েছে।
শুক্রবার বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের খন্দকার দেলোয়ার হোসেন কলেজ মাঠে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হয়।
সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, বিচার ব্যবস্থাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে বর্তমান অবৈধ ও ফ্যাসিবাদী সরকার সরকার দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিনী ড.জোবাইদা রহমানকে অন্যায়ভাবে  সাজা দিয়েছে।  ফরমায়েশি রায় বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না।
 জনগণের যে মৌলিক অধিকার,গণতান্ত্রিক অধিকারসাংবিধানিক অধিকার গুলো রয়েছে সেটা পুরোপুরি ভাবেই হরণ করে নিয়েছে এই অবৈধ সরকার। ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে এক  এই আন্দোলনের বিজয় না দেখে জনগণ ঘরে ফিরবে না।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসে কবীর জিনাহ,জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান,জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন মিয়া,জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেনকান্ত পন্ডিত ভজন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান,সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম  বাহার,বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ,সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার,সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রহমান,সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন,সিংগাইর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, জেলা যুবদলের আহবায় কাজী মোস্তাক হোসেন দিপু,সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা সেবক দলের আহবায়ক মোঃ জিন্নাহ খান,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *