ফাইল ছবি
মানিকগঞ্জে বিএনপির ১৯ নেতা কর্মীর জামিন লাভ
শাহীন তারেক, মানিকগঞ্জ ঃ ৫ সেপ্টেম্বর
উচ্চ আদালত থেকে মানিকগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য ১৯ জন নেতাকর্মী জামিন পেয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা জানান, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিন মানিকগঞ্জ জেলা বিএনপির মিছিলে পুলিশ হামলা করেন। এর পর ওই রাতে পুলিশ বাদি হয়ে ৩৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরো আড়াই হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এর মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের জন্য নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছেন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনে বিচারপতি মোঃ রেজাউল হাসান ও মোঃ আতাবুল্লাহ দ্বৈত বেঞ্চে ১৯ জনের জন্য জামিনের আবেদন করেন ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার। বিচারক জামিনের উপর শুনানি শেষে ১৯জনকে ৬ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।