
মানিকগঞ্জ সংবাদদাতাঃ৩১ অক্টোবর
বিএনপি’র ডাকা অবরোধের প্রথম দিনে মানিকগঞ্জের আইনশৃখলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।ঢাকা-আরিচা মহাসড়ক ও জেলা শহরে চলমান রয়েছে বিজিবি’র টহল কার্যক্রম।মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বিজিবি মোতায়েনের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, জেলাবাসীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত দুই প্লাটুন বিজিবি কাজ করবেন।
বিএনপি’র ডাকা অবরোধের প্রথম দিনে জেলা বিএনপি অবরোধ সমর্থনে মিছিল বের করে ঢাকা আরিচা মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।এসময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় বিএনপির জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদসহ ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কে চলছে না দুরপাল্লার কোন যানবাহন। পূর্বের ন্যায় অনেকটাই ফাঁকা রয়েছে ব্যস্ততম এই মহাসড়ক। তবে রিকশা, অটোরিকশা এবং লোকাল কিছু কিছু বাসে করে যাতায়াত করছে অল্পপাল্লার যাত্রীরা।