
মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন-এই শ্লোগানে মানিকগঞ্জে বিশ^ ডিম দিবস পালিত হয়েছে। রোববার সকালে জেলা
প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজনে এই ডিম দিবস পালিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী জেলা কার্যালয় থেকে বের হয়ে ঢাকা- আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ- পরিচালক ডা: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. মাহবুবুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. আজিজুল হক, এফডিআইএল’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা: মো. আবুল কালাম আজাদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীরকে সুস্থ্য রাখতে হলে খাদ্য তালিকায় প্রতিদিন একটি করে ডিম রাখতে হবে। ডিমে রয়েছে প্রোটিন,
কার্বোহাইড্রেট, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, আয়রনসহ ভিটামিন এ,ডি, ই,বি১২ ইত্যাদি। ডিম ক্যানসার প্রতিরোধসহ চোখের
সমস্যা সমাধানে সহায়তা করে। ডিম তাই মানবদেহের জন্য খুবই উপকারী।