মানিকগঞ্জ প্রতিনিধি,(৭ অক্টোবর)
‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’-এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে গণপূর্ত বিভাগ।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন গণপূর্ত  বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্ব নাথ বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তরিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য-সচিব শাহানুর ইসলাম, ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক, মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, যেখানে সেখানে অপরিকল্পিতভাবে বসতি গড়ে উঠার কারণে মানিকগঞ্জ শহরের সুন্দর নগরায়ণ হয়নি। নগরের উন্নয়নের ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ে সচেতন হতে হবে এবং আইন মেনে ভবন তৈরি করতে হবে। রাস্তা-ঘাটের পাশে অবশ্যই ড্রেন নির্মাণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *