স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (১৬ অক্টোবর)
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় মানিকগঞ্জ উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর, হাত ধোয়ার কৌশল দেখানো হয়। সবশেষে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ মকছেদুল মোমিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিবালয় উপজেলা কাযালয়ের উপসহকারি প্রকৌশলী দবিরুল ইসলাম।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় নিয়ম জেনে হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। এজন্য হাত ধোয়ার কৌশল জানা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *