
মানিকগঞ্জ প্রতিনিধিঃ২৯ জুলাই
মানিকগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক রেহেনা আকতার।
আজ শনিবার(২৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও বন-বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উপলক্ষে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থী-প্রতিবন্ধীৃসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিরতণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আকতার, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, অতিরিক্তি পুলিশ সুপার সুজন সরকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল প্রমূখ।