মানিকগঞ্জ সংবাদদাতা,০৪ অক্টোবর
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে দমনে ব্যবহৃত একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ অক্টোবর)জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় পুলিশ সুপার (সদ্য অতিরিক্ত ডিআইজি পদের পদোন্নতিপ্রাপ্ত)মো.বশির আহমেদের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস এর তত্ত্বাবধানে একটি টিম বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মানরা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগজিনসহ শর্টগান উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়ায় আগ্নেয়াস্ত্রটি জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের।
স্থানীয় ও পুলিশ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট বেলা ১০টার দিকে সদর উপজেলার মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক বিক্ষোভ-অবরোধ এবং অবস্থান নেন ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। এর কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এরপর উল্টো ছাত্র-জনতার ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পালিয়ে যান এবং ধাওয়ার সময় জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের লাইসেনস করা শর্টগানটি রেখে পালিয়ে যায়।
 ওই দিনই ৪ আগস্ট বিকেলে জেলা যাওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খানের লাইসেনস করা একটি আগ্নেয়াস্ত্র খুজে পাওয়া যাচ্ছে এই মর্মে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের সদর মানরা এলাকায় বন বিভাগের উত্তর পাশের খাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগজিনসহ শর্টগানটি উদ্ধার করা হয়। পরে খোঁজ খবর নিয়ে দেখা যায় উদ্ধার আগ্নেয়াস্ত্র আওয়ামী লীগের নেতা সুলতানুল আজম খান আপেলের। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও  জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *