
মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ মার্চ।।
নিরাপদ জ্বালানি ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল এগারটায় ভোক্তা সচেতনতায় র্যালী এবং জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
আলোচনা সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, কনজুমার্স এসোসিয়েশন জেলা শাখার সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক সামসুন্নবী তুলিপ প্রমুখ উপস্থিত ছিলেন।