আবুল বাসার আব্বাসী,মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৩ জানুয়ারি
মানিকগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।গত বুধবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউপির পশ্চিম হাসলী কবরস্থান জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।
মসজিদের ইমাম মওলা মোঃ নূরুল ইসলাম জানান,প্রতিদিনের ন্যায় ঐদিন রাত সারে আটটার দিকে এশার নামাজ শেষে মুসুল্লিদের সাথে মসজিদের দরজায় তালাদিয়ে তিনি বাড়ি চলে যান।সকালে ফজরের নামাজ পড়তে এসে মাইকে আজান দিতে য়েয়ে দেখেন মাইকছেট,ব্যাটারী কিছুই নাই।এসময় মসজিদের উত্তর পাশের জানালা খোলা ও পাশে একটি বাশের খন্ড দেখতে পায়। ধারনা করা হচ্ছে রাতের কোন একসময় সুযোগ বুঝে চোরেরা জানালা দিয়ে কৌশলে বাশ ঢুকিয়ে দড়জা খুলে ভিতরে প্রবেশ করে।তারা দুইটি দামী মাইকসেট,দুইটি ব্যাটারী,পানি উঠানোর মটরসহ অন্যান্য জিনিপত্র চুরিকরে।
মসজিদ কমিটির সভাপতি মোঃ জিন্নাত আলী জানান,চুরেরা প্রায় একলক্ষ টাকার মালামাল নিয়েগেছে।এব্যপারে সদর থানায়্ একটি জিডি করবেন বলে জনান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *