শাহীন তারেক
মানিকগঞ্জ ,২৬ মার্চ
জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মানিকগঞ্জে যথাযোগ্য
মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ স্মৃতিফলকে জাতীয়
সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্বা নিবেদন করেন জেলা
প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ,পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম।
এছাড়া জেলা আওয়ামী-লীগ,জেলা বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদ,মানিকগঞ্জ
প্রেসক্লাব, সামাজিক সংগঠনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে
শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন করা হয়।
অপর দিকে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে শহরে বর্ণাঢ্য মিছির বের করে।