মানিকগঞ্জ জেলা সংবাদদাতা,১২ মার্চ
মানিকগঞ্জে ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষা দাবিতে শহরে একটি বর্ণাঢ্য  র‍্যালী বের করেন।
আজ মঙ্গলবার (১২) মার্চ সকাল ১০টায় মাদ্রাসা চত্তর থেকে অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা ক্যাম্পাসে এসে শেষ হয়।
র‍্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমান, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, প্রভাসক যুবরাজ আল মামুন , মিজানুর রহমান প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। এ মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধের দাবি করতে হবে। রমজান নাজিলের মাসে সবাইকে কুরআন শিক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানান তারা। পরে অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে র‍্যালী শেষ হয়।
র‍্যালীতে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী অংশ গ্ৰহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *