স্টাফ রিপোর্টার

ঢাকা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা উযদাপন উপলক্ষে মানিকগঞ্জে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঢাকা পশ্চিম অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিত্বে বিশেষ প্রস্তুতি সভায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান ও পৌর মেয়র মোঃ রমজান আলী, বীরমুক্তিযোদ্ধা আজাহারুল ইসলামসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আগামী ৫ মার্চে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঢাকা মহানগর, ঢাকা জেলা, মুন্সিগঞ্জ জেলা ও মানিকগঞ্জ জেলাসহ মোট ২৩ উপজেলার প্রায় ২৫শ বীর মুক্তিযোদ্ধারা পরিবার নিয়ে মিলন মেলায় উপস্থিত থাকবেন। মিলন মেলায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, স্বারাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *