শাহীন তারেক,মানিকগঞ্জ ,৬ সেপ্টেম্বর

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজের উপরে বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে, মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।এঘটনার সাথে জড়িত মূল আসামী প্রীতমকে মঙ্গলবার আটক করেছে র‌্যাব-৪ এর একটি টিম।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব চত্বরে জেলার মুক্তিযোদ্ধারা ঘন্টা ব্যপি এ মানববন্ধন করেন।বীর মু্ক্তিযোদ্ধা মোঃ আজিজের বাড়ি পৌরসভার দাশড়া এলাকায়।

মানববন্ধনে বক্তব্য দেন, পৌর-সভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম আরজু, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি সরকার, জাগীর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ। এসময় মানববন্ধনে জেলার শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল আজিজকে রড দিয়ে শরিলের বিভিন্ন স্থানে আঘাত করেলে রাস্তায় লুটিয়ে পরে। তথন ইট দিয়ে চোখে আঘাত করে প্রীতম। সে কারনে তার বাম পাশের চোখটি নষ্ট হয়ে যায়।

বীর মু্ক্তিযোদ্ধা মোঃ আজিজের একটি অঙ্গ হানির হয়ে গেছে। সে জন্য দন্ডবিধির সাথে এই অঙ্গ হানির কারনে আরো কঠিন ধার দিয়ে মামলা পুনরায় লিপিবদ্ধ করতে হবে বলে দাবি করেন।

প্রসঙ্গত, আসামী প্রীতমকে তার নানা বাড়ি ঘিওর উপজেলা থেকে আজ মঙ্গলবার র‌্যাব-৪ আটক করেছেন। গত রবিবার মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকায় সস্ত্রাসী প্রীতম হামলায় গুরুতর আহত হন আব্দুল অজিজ। বর্তমানে তিনি ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *