মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ জুলাই
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নজরুল ইসলাম (৪২) কে ৭ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৪।
নজরুল পরিচয় গোপন করতে কখনো সবজি বিক্রেতা,ভ্যান-রিক্সা চালক, কখনো আবার হোটেল কর্মচারী হিসাবে কাজ করেছেন তিনি। এক জায়গায় বেশিদিন থাকেননি। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। সাত বছর পর র্যাবের হাতে ধরা পড়েছেন
আজ রোববার(৩১ জুলাই) দুপুরে জেলার র্যাব-৪ অফিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলামের গ্রেফতারের বিষয়টি জানান লেঃ কমান্ডার আরিফ হোসেন।
তিনি জানান, গত কাল শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার এড়াতে তিনি সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।
পরিচয় গোপন করতে ঘন ঘন পেশা বদলাতেন। তিনি সবজি বিক্রিতা, রিক্সা, ভ্যান চালক, হোটেল কর্মচারিসহ বিভিন্ন পেশায় কাজ করেছেন।
আরিফ হোসেন আরও জানান, ২০১১ সালের ২৮ নভেম্বর জেলার হরিরামপুর উপজেলার কদমতলি গ্রামে রিক্সা চালক ইদ্রিস আলীর নিজ বাড়িতে খুন হন। স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেওয়ার তাকে প্রথমে গলায় নাইলনের রশি পেচিয়ে শ্বাসরোধ করা হয়। এর পর তাকে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত ইদ্রিসের মা কোমেলা বেগম বাদি হয়ে ছেলের বউ সেলিনা আক্তার, পরকিয়া প্রেমিক সাত্তারসহ, নজরুল ও দুলালকে আসামী করে মামলা দায়ের করেন।
পরে ২০১৬ সালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ইদ্রিসের স্ত্রী সেলিনা আক্তার ও নজরুল ইসলামকে মৃত্যদন্ড দেন। বেকসুর খালাস দেন আপর আসামী দুলাল মিয়াকে। মামলা চলাকালীন সময় মারা যান আরেক আসামী সাত্তার।