নিজম্ব সংবাদদাতা মানিকগঞ্জ ঃ ০৩ নভেম্বর
মানিকগঞ্জের সিঙ্গাইরের মুক্তিযুদ্ধকালিন সময়ে মুক্তিযোদ্ধার বাবাকে হত্যার অভিযোগে বরকত উল্লাহ (৮০) নামের এক যুদ্ধাপরাধীর দায়ের করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অপরাধ আমলীর বিচারক আমিনুল ইসলামের আদালতে এই অভিযোগ দায়ের করেন নিহতের ছোট ছেলে মোশারফ হোসেন খোকন। অভিযুক্ত বরকত উল্লাহ এর বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাংশা গ্রামে।

এজাহার সূত্রে জানা যায়, ১৯৭১ সালে নিহতের বড় ছেলে মোস্তাহের বিল্লাহ মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করায় তাকে হত্যার উদ্দেশ্যে তাদের বাড়িতে ও বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। কিন্তু কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করে এবং আমার বড় ভাই মোস্তাহের বিল্লাহকে ধরিয়ে দেওয়ার জন্য তৎকালিন ১ লক্ষ টাকা পুরুস্কার ঘোষনা করেন স্থানীয় রাজাকার বরকত উল্লাহ, গোলাম গাজম, আব্দুল মান্নান ও বাদশা ফকির। পরে ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর আমার ভাইকে না পেয়ে বাবা আব্দুস ছালাম মুন্সীকে পাকিস্থানি বাহিনীর সহায়তায় ধরে নিয়ে সাভারের কর্নপাড়া খালের পাশে বেয়নট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় রাজাকার বরকত উল্লাহ।

মামলার বাদি মোশারফ হোসেন খোকন জানান, অভিযুক্ত বরকত উল্লাহর ছেলে মোতালেভ স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার ভয়ে বিচার চাইতে পানেনি। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধারে কাছে জানতে পারি মানিকগঞ্জে তার বাবার হত্যার বিচার পাওয়া যাবে। তাই তো র্দীঘদিন পর বাবার বিচারের জন্য আদালতে অভিযোগ দায়ের করলাম। আমি শুধু আমার বাবার হত্যার বিচার চাই।

মামলার আইজীবী বীর মুক্তিযোদ্ধা মো.সাখাওয়াৎ হোসাইন খান জানান, বাদির বাবার হত্যার সাথে চারজন জড়িত ছিলেন। কিন্তু তিনজন মারা যাওয়ায় শুধুমাত্র বরকত উল্লাজর বিরুদ্ধে মানিকগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাটিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ আদালতের বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়েছেন এবং অভিযোগ পত্রটি নথিভুক্ত করে সিঙ্গাইর থানা পুলিশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *