মানিকগঞ্জ সংবাদদাতা ২৯নভেম্বর
মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ করে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক জেলা সভাপতি মাসুদ পারভেজ ও যুবদল কর্মী জামাল উদ্দিন আকাশকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
 সোমবার দিবাগত রাতে বেউথা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সদর থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং একই জায়গা থেকে অবিস্ফোরিত চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বেউথা এলাকা থেকে মাসুদ পারভেজ এবং তার অনুসারী জামাল উদ্দিনকে আটক করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কয়েকটি ককটেলের খোসাসহ চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ এবং জামাল উদ্দিনসহ বিএনপির সহযোগী সংগঠনের প্রায় ১৫ জন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাদের সবার বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। উদ্ধার করা ককটেল নিষ্ক্রিয় করতে ঢাকার স্পেশাল বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং. নুরতাজ আলম বাহার বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের ঢাকার গণসমাবেশ বিঘ্নিত করতে সরকার পরিকল্পিতভাবে  মিথ্যা মামলা সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করছে। নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *