স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (১ নভেম্বর)
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনাসভা, প্রশিক্ষিত যুবকদের সনদ, ক্রেস্ট ও যুবঋণের চেক বিতরণের মাধ্যমে মানিকগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুবদিবস। আজ সকালে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অলকাপ্রভা দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই যুবদিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. রবিউল হাসান, এনপিআই পরিচালক ড. ফরুক হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহারসহ অন্যান্যরা।