
মানিকগঞ্জ প্রতিনিধি.২৬ জুন
মানিকগঞ্জে যুবলীগের উদ্যোগে পরিস্কার পরিছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা।
আজ বুধবার(২৬ জুন) স্থানীয় সরকারি হাই স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মীসূচীতে অংশ নেন যুবলীগের যুগ্ন-আহবায়ক ও ঘিওর উপজেলার চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি,যুবলীগের সদস্য মাহাবুবুল আলম সুমন,জেলা ছাত্রলীগৈর সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুল হক খালিদ,আহবায়ক কমিটির সদস্য সুবল সাহা, সামিউল আলম রনি, জেলা যুবলীগ নেতা আল রাফি প্রমূখ।
আব্দুর রাজ্জাক রাজা বলেন,পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জেলা যুবলীগের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং চলবে। তাছাড়া কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় জেলা যুবলীগের পক্ষ্য থেকে এক লাখ গাছের চারারোপন করা হবে।