
মানিকগঞ্জ সংবাদদাতা, ১৯ মে
মানিকগঞ্জে বীরমুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সাবেক নিবাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিনের(৭৮) দাফন রাষ্ট্রিয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ মডেল হাই স্কুল মাঠে সদর উপজেলার নিবাসী অফিসার মোহাম্মদ ইকবাল হোসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
বৃহস্পতিবার ১৯ মে বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া নিজ বাসভবন বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন( ইন্না লিল্লাহী….. রাজিউন)
মৃত্যুকালে তার স্ত্রী এক মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
জানাজা শেষে পৌরসভার সেওতা কবরস্থানে দাফন করা হয়।