
মানিকগঞ্জ প্রতিনিধি.২৬ ডিসেম্বর
মানিকগঞ্জে পাঁচ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রোববার বেলা সাড়ে এগারোটায় শহরের এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ হল রুমে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক উপস্থিত ছিলেন।
বিসিক মানিকগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এনপিআই ইউনিভার্সিটির পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। বিসিক মানিকগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক মাহবুবুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ত্রিশ জন উদ্যোক্তা প্রশিক্ষণ নিচ্ছেন বলেও জানা গেছে।