শাহীন তারেক, (৮ডিসেম্বর)

বেসরকারী সংস্থা ‘আশা’র উদ্যোগে মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের কাছে ৩৫০টি কম্বল হস্তার করা হয়েছে। শীতার্ত মানুষের মাঝে সারাদেশে ৬৭ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে, ২২ হাজার ৪০০টি কম্বল বিতরণের অংশ হিসেবে আজ (বুধবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই কম্বল হস্তান্তর করেন সংস্থাটির ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল্লাহ আল হারুন।

সকাল সাড়ে ১০টায় কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছানোয়ারুল হক,  আরডিসি নিশাত শারমিন, আশা’র জ্যেষ্ঠ জেরা ব্যবস্থাপক সমীর চন্দ্র রায়, জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমুখ। এই কম্বল হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলি দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। করোনাকালীন সময়েও সংস্থাগুলি বিশেষ ভূমিকা রেখেছে। আশা’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে সময়মতো শীতবস্ত্র বিতরণ কর্মসূচী প্রশংসার দাবী রাখে।

সংস্থাটির ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল্লাহ আল হারুন বলেন, ’দেশের শীর্ষস্থানীয় সংস্থা ‘আশা’ দেশের ৩০৭৩ টি শাখা কার্যালয়ের মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। মানিকগঞ্জে ৩৪টি শাখা রয়েছে। সামাজিক কর্মসূচীর আওতায় আশা’র শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও বৈদেশিক রেমিটেন্স প্রদান কর্মসূচী চলমান রয়েছে। করোনাকালীন সময়ে মানিকগঞ্জে ১৬ কেজির ওজনের একহাজার ৯০০ প্যাকেট খাদ্য সামগ্রী জেলা প্রশাসেক এবং ইপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *