মানিকগঞ্জ প্রতিনিধি ,
মানিকগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ (২০২২-২৩)। শুক্রবার বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মানিকগঞ্জ
সিটি ক্লাব এবং মানরা নবারুন যুব সংঘ। খেলায় ২-০ গোলে সিটিক্লাব জয়লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়ানুরাগী দেওয়ান জাহিদ আহমেদ টুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নীনা রহমান, লীগ পরিচালনা কমিটির আহবায়ক গাজী খায়রুল হুদা ফারুকসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ জেলার শীর্ষস্থানীয় ৭টি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *