মানিকগঞ্জ প্রতিনিধি: ৩০ ডিসেম্বর।।
মানিকগঞ্জে শুরু হয়েছে ৪দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতার বইমেলা।
বালিকা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে এই বইমেলা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারাম্যান ও জেলা আওয়াামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার হোসেন, জেলা আওয়াামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বাদরুলল ইসলাম খান বাবলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।বই মেলায় ২৫টি স্টল অংশ নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান শতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে,সংস্কৃতি মন্ত্রাণালয়ের ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার বিভাগের সহযেগিতায় আগামী ২ জানুয়ারী পর্যšত চলবে বইমেলা।দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যšত প্রবেশাধিকার রাখা হয়েছে। গুণীজন, লেখক ও সংস্কৃতিমনা ব্যক্তিত্ব মেলায় আসতে শুরু করেছে।