মানিকগঞ্জ প্রতিনিধি ২ ডিসেম্বর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে ৪ দিনের বই মেলার সমপনী অনুষ্ঠান হয়েছে।

আজ (রবিবার) বিকাল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে, স্থানীয় সরকার বিভাগের সার্বিক সহযোগিতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে আলোচনা সভা, পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বই মেলার সমপনী অনুষ্ঠান হয়।

সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধ মোঃ হেলাল উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডা মোমিন উদ্দিন খান, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাসুদেব সাহা এছাড়ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীতায় মাধ্যমিকের ৪টি ও উচ্চমাধ্যমিকের ৪টি এবং বিতর্ক প্রতিযোগীতায় ৪টি বিদ্যালয়ের চ্যাম্পিয়ন ও রানার আপ শির্ক্ষাথীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়াও মেলায় অংশ গ্রহনকারি সেরা ৩ স্টলকে পুরুস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *