মানিকগঞ্জ সংবাদদাতা :৫ আগস্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশে অসহযোগ আন্দোলনে গণজোয়ারে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেশ ছেড়ে পালানোর খবর ছড়িয়ে পড়লে মানিকগঞ্জে আলেম সমাজ ও সাধারণ জনতা ঢাকা আরিচা মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকায় শোকরানা নামাজ আদায় করেন।
৫ আগষ্ট (সোমবার) বিকালে দিক থেকে শহরের বিভিন্ন স্থানে এ আনন্দ মিছিল মানিকগঞ্জ বাস স্ট্যান্ড জড়ো হয়ে মাওলানা কামরুল ইসলামের নেতৃত্বে শোকরানা নামাজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
নামাজ শেষে একটি আনন্দ মিছিল নিয়ে শহরের শহীদ রফিক চত্বরে জড়ো হয়ে উল্লাস করেন।
এসময় জেলা শহরের ডিসি চত্বরে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবিসহ লক্ষাধিক মানুষ আনন্দে মেতে উঠে।