
মানিকগঞ্জ প্রতিনিধি,১২ আগস্ট
মানিকগঞ্জে ঢকা-আরিচা মহাসড়কসহ অভ্যন্তরিণ সড়কের আইন-শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশের সদস্যা।ফলে রাস্তাঘাটে চলাচলকারী যানবাহনের চালক ও সাধারণ মানুষের মনে নতুন করে স্থস্তি ফিরে পেয়েছে।
জানা গেছে,কর্মবিরতি পত্যাহারের ৬ দিন পর মানিকগঞ্জের সড়কে সোমবার ১২ আগস্ট বেলা ১১ টা থেকে জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশ।এসময় ট্রাফিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানন আন্দোলনকারীরা।
মানিকগঞ্জ খালপাড় এলাকায় ট্রাফিকের দায়িত্বরত ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান,আমারা সকাল থেকে শহরের গুরুত্বপূর্নস্থান খালপাড়সহ বিভিন্ন সড়কের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছি।যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের পাশাপাশি শিক্ষর্থীরাও রাস্তায় কাজ করছে।আমরা মানুষের উৎসাহ পাচ্ছি।
কোটাবিরোধী আন্দোলননকে কেন্দ্র করে পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারন জনতার সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষনা দেয় পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন।কর্মবিরতি পত্যাহারের পর ১২ আগস্ট থেকে নতুন করে কর্যক্রম শুরু করেন তারা।
এবিষয়ে মানিকগঞ্জে টি আই মিরাজ হোসেন জানান,ওপরের নির্দেশ মোতাবেক ৬০ জন ট্রাফিক পুলিশের সদস্য জেলায় কাজ শুরু করেছেন।সড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।