মানিকগঞ্জ  প্র্রতিনিধি ,১১ অক্টোবর

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটভাউর এলাকায় বাসের ধাক্কায় যাত্রীবোঝাই একটি লেগুনা রাস্তার পাশের খাদের পানিতে ডুবে চালকসহ ৪ জন নিহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার ও আহতদের ৭ হাজার ৫শ টাকা সহায়তা করার ঘোষনা দিয়েছেন।
গতকাল বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার পাখরাইল গ্রামের মাহাদেব মোদক (৫২), ভাটবাউর গ্রামের লেগুনা চালক জাহিদ হোসেন (৩৪),বাগজান গ্রামের আব্দুল ছালাম এর স্ত্রী হেনা আাক্তার (৫০), একই গ্রামের মুনছুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫)। এই ঘটনায় উন্নত চিকিৎসার জন্য ঘিওর উপজেলার মূলজান গ্রামের মোঃ সজিব এর ছেলে মোঃ মুসাকে ঢাকায় নেওয়া হয়েছে।
আহত অপর এক ব্যক্তি হলেন, সদর উপজেলার দিঘী ইউনিয়নের নাছির হোসেন। সে গুরুতর অবস্থায় জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভাটবাউর গ্রামের প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, লেগুনাটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় লেগুনাটি থামিয়ে ছাত্রী নামানোর সময় আকিজ টেক্সটাইলের একটি বাস বেপোরা গতীতে এসে লেগুনার পিছনে ধাক্কা দেয়।বাসের সজোর ধাক্কায় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্থার পাশের খাদে পানিতে পড়ে যায়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুকেন্দু বসু জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে যায়। বাসটি আকিজ টেক্সটাইলের বলেও জানান তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল রউফ সরকার জানান, নিহত ৫ জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে আনা হয়েছে। এ বিষয়ে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।
জেলার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শরিফুল ইসলাম জানান, সকালে দুর্ঘটনারটির কথা শুনে আমাদের সদস্যরা তাৎখনিক ঘনাস্থলে যায়। সে খানে গিয়ে ৪ জনের মৃত দেহ উদ্ধার করে। এঘটনায় গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া পথে লেগুনার আরেক যাত্রী মারা গেছেন বলে জানান তিনি।
জেলা প্রশাসক রেহেনা আকতার ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল দুর্ঘটনাস্থান পরিদর্শন করে নিহত পরিবারদের ২০ হাজার ও আহত পরিবারদের ৭ হাজার ৫শ টাকা নগদ সহায়তা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান,বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মহাসড়কের ভাটভাউর এলাকায় দাড়িয়ে থাকা যাত্রীবোঝাই একটি লেগুনাকে মানিকগঞ্জগামী একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি রাস্তার পাশের খাদের পানিতে ডুবে ঘটনাস্থলে ৪ জন মারা যায়।গুরুত্বর আহত অপর দৃইজন হাসপাদালে চিকিৎসাধীন রয়েছে।এঘটনায় ঘাতক বাসটি আটক হয়েছে।বাস চালক পালিয়ে গেছ বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *