মানিকগঞ্জ সংবাদদাতা , ২৬ অক্টোবর
মানিকগঞ্জে সম্প্রদায়িকতা বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের আয়োজনে শহরের খালপাড় এলাকা থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।এরপর মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়।
মানিকগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক মোল্লা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, খানবাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মোকছেদুল আলম, খাবাশপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ এইচ এম মিজানুর রহমান, বেগম জরিনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিম বিশ্বাস, ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের সাধারন সম্পাদক ড. মহিউদ্দিন জাহাঙ্গীর।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি কুচর্ক্রী মহল উঠে পরে লেগেছে। তারা দেশের বিভিন্ন স্থানে সম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়েছে। কুচর্ক্রীদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।