মানিকগঞ্জ সংবাদদাতা, ১অক্টোবর
মানিকগঞ্জ জেলার সাত উপজেলায় ছাগলের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় সাড়ে ৪ লক্ষ ছাগলকে টিকাদান কার্যক্রম শুরম্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্ররশাসক মো: মানোয়ার হোসেন মোলস্না।
সদর উপজেলা প্রাণীসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মানোয়ারম্ন হোসেন মোলস্না, বিশেষ অতিথি হিসেবে জেলা ভেটেরিনারি অফিসের কর্মকর্তা ডা. এ, এম রেজ্জাকুল হায়দার, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো: আবদুর রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সেলিম জাহান সহ সফল কয়েকজন ছাগল পালনকারী খামারি বক্তব্য রাখেন।
এসময় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ছাগল পালনকালী শতাধিক খামারি নারী-পুরম্নষরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ছাগল পালনের মাধ্যমে দেশের আমিষের বড় একটি চাহিদা পূরন হয়। এটি জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। ছাগলের প্রধান রোগ পিপিআর ও ক্ষুরা রোগ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে পুরোপুরি ছাগলের পিপিআর রোগ নির্মূলের কাজ করা হচ্ছে। গৃহস্থবাড়িসহ শিক্ষিত বেকার যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে ছাগল পালনের আহবানও করেন বক্তারা।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তারা জানান, সদর উপজেলায় প্রায় ২৯হাজার ছাগলসহ জেলার সাত উপজেলায় মোট সাড়ে ৪ লক্ষ ছাগলকে পিপিআর রোগ নির্মূল টিকা দেয়ার লক্ষমাত্রা নেয়া হয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *