
মানিকগঞ্জ প্রতিনিধি ॥ ৩০ ডিসেম্বর
মানিকগঞ্জ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে সিরাত অধ্যয়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এই পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট ও সাহিত্যিক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী।
মানিকগঞ্জ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাদের এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব বশির রেজা, এনপিআই এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল ইঞ্জিনিয়ার ড. মোঃ ফারুক হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাফেজ দেলোয়ার হোসেন, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রে¦ইনার মাওলানা আশরাফুল আলম, মাওলানা মুফতী ইলিয়াস আহম্মদসহ মানিকগঞ্জ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।