মানিকগঞ্জ  সংবাদদাতা,২০অক্টোবর
মানিকগঞ্জের শানবান্ধা এলাকায় রোকসানা নামে এক গৃহবধূকে হত্যার পর মাটির নিচে পুতে রাখার রহস্য  উদঘাটন করেছেন পুলিশ।হত্যার সাথে জড়িত তার স্বামী মোঃ. বাবুল (৩৮)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ
 আজ শুক্রবার মানিকগঞ্জ সদর থানায় আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ ঘটনার তথ্য জানান মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএ্ম( বার)।
হত্যাকারী মোহাম্মদ বাবুল হোসেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দড়িকান্দি এলাকার শেখ কাশেমের ছেলে ।হত্যার শিকার হওয়া নারী রোকসানা(৪৫), সিংগাইর উপজেলার নয়াবাড়ি এলাকার মৃত ছইজুদ্দিনের মেয়ে।
পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার শিকার নারী আসামির বিবাহিত স্ত্রী।
প্রেহব্রিফিংয়ে আরও জানান,৩ বছর আগে রোকসানাকে বিয়ে করেন বাবুল। বিয়ের পরেই সৌদি আরব চলে যান রোকসানা। বিদেশ থেকে নিয়মিত ভাবে দেশে স্বামীকে টাকা পাঠাতেন তিনি। সেই টাকা দিয়ে সদর উপজেলার শানবান্ধা এলাকায় জমি ক্রয় করে একতলা বাড়ি নির্মাণ করেন বাবুল।
গত ৬ অক্টোবর ছুটিতে দেশে আসেন রুকসানা। পরে সাভারের একটি ভাড়া বাসায় স্বামী বাবুলকে নিয়ে থাকেন। এরপর ১৩ অক্টোবর শানবান্ধা গ্রামে ওই বাড়িতে আসেন রোকসানা ও তার স্বামী বাবুল। রাতে সেখানে পারিবারিক বিষয় নিয়ে রুকসানার সাথে বাবুলের কথা কাটাকাটি হয় ।এরপর একসময় রোকসানা ঘুমিয়ে যায়।ভোর রাতে রুকসানাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে রুমের মেঝেতে লাশ পুঁতে রেখে পালিয়ে যায় বাবুল।
উল্লেখ যে,গত ১৭ই অক্টোবর মানিকগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের মেঝের নিচ থেকে এক নারীর অর্ধবলিত লাশ উদ্ধার করে পুলিশ।
প্রেস ব্রিফিং এ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ রউফ সরকারসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *