আবুল বাসার আব্বাসী,মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৭
ডিসেম্বর
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মানিকগঞ্জের পুটাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধয় সদর উপজেলার পুটাইল বাজারে ৪নং ওয়ার্ড আওয়ামলীগ পুটাইল ইউপি শাখা এ অনুষ্ঠানের আয়েজন করে।
পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন বিশ্বাস গিনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুটাইল ই্ধসঢ়;উপির নবনির্বাচিত চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ।

উদ্বোধক মোঃ জামল উদ্দিন সাধারন সম্পাদক আওয়ামীলীগ পটাইল শাখা,প্রধান বক্তাহিসেবে বক্তব্য রাখেন- রেজাউল করিম বিশ্বাস অবসর প্রাপ্ত উপ-পরিচালক পররাস্ট্র মন্ত্রনালয়। ইসতিয়াক ইকবাল বিশ্বাস চপল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান বিশ্বাস স্বপন সহ-সভাপতি মানিকগঞ্জ সদর থানা আওয়ামীলীগ,মোঃ ফজলুর রহমান,এনামুল হক,রকিবুল হাসান,খলিলুর রহমন মন্ডল প্রমুখ। বক্তব্য শেষে ”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর’ জাতীয় শিল্পী সাইদুর রহমান বয়াতীর লেখা জারীগান পরিবেশন করেন মোঃ উকিল উদ্দিন বয়াতী, সাবিনা বয়াতীও সহশিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *