মানিকগঞ্জ প্রতিনিধি,
আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৯ টার দিকে শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকী তুষারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।
এসময় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আমরা আশঙ্কা করছি বিএনপি কাল তাদের প্রোগ্রামের মাধ্যমে দেশে ষড়যন্ত্র করার পায়তারা করছে। তাই আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে শাস্তি সমাবেশ সফল করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শান্তি সমাবেশে আপনারা কেউ বিচ্ছিন্নভাবে চলাফেরা করবেন না। বিএনপির ¯েøাগান টেইক ব্যাক বাংলাদেশ মানে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়া। আমরা বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যেতে চাইনা। আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *