মানিকগঞ্জে স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস
মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৫ অক্টোবর
মানিকগঞ্জে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও জনস্বা¯’্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জনস্বা¯’্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, ¯’ানীয় সরকার শাখার উপ-পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসির উদ্দিন মল্লিক, সদর হাসপাতালের তত্ত্বাবধারক ডাঃ আরশ্বাদ উল্লাহ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকবাল হোসেন ও জনস্বা¯’্য প্রকৌশল অধিদপ্তর সহকারি প্রকৌশলী মো.কাবুল খানস প্রমূখ।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, আমাদের শিক্ষার্থীদের ও গ্রামের সাধারন মানুষকের বিশেষ ভাবে সর্তক করতে হবে। না হলে আমাদের লক্ষ পূরন হবেনা। কারন আমাদের শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ স্যানেটারির কম জানে। তাদের সর্তক করাই আমাদের মূল লক্ষ।