শাহীন তারেক, মানিকগঞ্জ ,১৭সেপ্টেম্বর
মানিকগঞ্জের সদর উপজেলার বাঘুটিয়া ও পাচবারইল এলাকা থেকে ৩ লাখ ৮০ হাজার টাকার হেরোইনসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,গত শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার ছোট ঘিওর ও পাছবারইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের হেরোইন পাওয়া যায়।
গ্রেফতাররা হলেন,সদর উপজেলার ছোট ঘিওর বাঘুটিয়া গ্রামের শেখ কাজিমুদ্দিন বেপারীর ছেলে শাহিন বেপারী, ইদ্রিস আলীর ছেলে হামিদুর রহমান, সালামের ছেলে বিপ্লব এবং পাছবারইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে লিটন মিয়া ও আকমত আলীর ছেলে মোশারফ মিয়া। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।
এছাড়াও গ্রফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় দুইটি মামলা হয়েছে ।