মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে হাফিজুল ইসলাম উট্টু স্মৃতি ১ম বিভাগ ফুটবললীগ ফাইনালে হরিরামপুর ফয়সাল এফসি কে ২-১ গোলে হারিয়ে মানরা নবারুন যুব সংঘ বিজয়ী হয়েছে।
বুধবার বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএর  আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুদেব কুমার সাহার সভাপতিত্বে অনন্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক,  মমতাজ চক্ষু হাসপাতালের কর্নধর ডাঃ মোঃ  মঈন, প্রাক্তন কাউন্সিলর রতন মজুমদার, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব দেওয়ান সাজেদুল আলম তপন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক সেলিম পারভেজ,  ক্রীড়া সংগঠক  খোরশেদ আলম চৌধুরী লাভলু, গাজী খায়রুল হুদা ফারুক,  রিপন শিকদার, আব্বাস আকন মিল্টন, আনোয়ার হোসেন আনু, ডাঃ প্রদিপ বসু, সাইফুল ইসলাম খান ওয়াসিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য প্রভাষক  বাসুদেব সাহা।
No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *