মানিকগঞ্জ প্রতিনিধি,২৭মে

মানিকগঞ্জ জেলায় আগামী ১ জুন মাসে ১লাখ ৮৭হাজার ৭০১জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এবিষয়ে আজ সোমবার (২৭ মে) সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মো. মোখছেদুল মোমিন, সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দিবাকর মন্ডল, ডা. ইসমত জাহান, ডা. রতন পারভেজ প্রমুখ

এসময় সিভিল সার্জন ডাঃ মো.মোখছেদুল মোমিন বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের শরীরে ৪-৬ মাস পর্যন্ত কার্যকর থাকে। এর জন্য বছরে দুইবার ৬মাস পর পর শিশুদের ভিটামিন খাওয়ানো হয়। তাছাড়া ভিটামিন ‘এ’ ২৪ শতাংশ মৃতু্যর হ্রাস কমায়। এ কারনে সকল অভিভাবকের দায়িত্ব শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো। যাতে একটি শিশুও বাদ না যায়, সেজন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

জানা গেছে, আগামী ১ জুন মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থকমপেস্নক্সসহ ১ হাজার ৫৮৬টি কেন্দ্রে ৩ হাজার ১৭২জন স্বেচ্ছাসেবী ৬-১১ মাস বয়সী ২১ হাজার ৭৭১জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৬৫ হাজার ৯৩০জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন। এর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *