মানিকগঞ্জ সংবাদদাতাঃ১০ এপ্রিল

মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১১ লক্ষ টাকার হেরোইনসহ ৯ মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।শনিবার রাতে সদর উপজেলার গোলড়ার চরখন্ড ও সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১শ১২ গ্রাম হেরোইন উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ২০ হাজার টাকা। আটককৃতরা হলেন কৃষ্ণপুর গ্রামের -মোঃ নয়া মিয়ার ছেলে মোঃ আওলাদ হোসেন (৪২),কামতা গ্রামেরসবুর উদ্দিনের ছেলে মোঃ আঃ রাজ্জাক (২৫),কৃষ্ণপুরের ওয়াদুদুর রহমান (৪৫), মোঃ লাভু (৩৪), মোঃ মোয়াজ্জেম হোসেন (২৯), । মোঃ আরিফুল ইসলাম (৩০), মোঃ লুৎফর রহমান (৫২), মোঃ শামীম হোসেন (৩১), । মোঃ ফারুক হোসেন (৩৫)। জানা গেছে,মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার দিক নির্দেশনায় এসআই (নিঃ) আসাদ মিয়ার ও এস আই মো.কায়সার হামিদের নেতৃত্বে সাটুরিয়া থানার ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড ও গোলড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতদের নামে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় পৃথক ০৩টি মামলা হয়েছে বলে জানান পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *