মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২4 সেপ্টেম্বর
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রæতি অঙ্গীকারসমূহ বাস্তবায়নের দাবিতে সকল সন্ধ্যা গণঅনশন
কর্মসূচি পালন করেছেন মানিকগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বৃস্টিতে ভিজে শহরের শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি কালী পদ ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশুতোষ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। গণঅনশনের উপস্থিত থেকে সন্ধ্যা ৬ টায় অনশন ভঙ্গ করান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা ঘাতক দলাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ফারুক, মুক্তিযোদ্ধা মোমিন উদ্দিন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমূখ।
আয়োজক সূত্রে জানা গেছে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পতি সংরক্ষন আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু
কমিশন গঠন, অর্পিত সম্পতি প্রত্যাপর্ণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের
আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
গণঅনশন চলাকালে বক্তব্য রাখেন সাবেক সভাপতি গুরুদাশ রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, কাউন্সিলর আরশেদ আলী বিশ^াস, সাবেক কাউন্সিল সুভাষ সরকার, জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ উর্মিলা রায়, জেলা কমিটির সহ সভাপতি বিমল ঘোষ, এডওয়ার্ড জামান, লিটন আইচ প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে তাদের নির্বাচনী ইস্তেহারে সংখ্যালঘুদের জন্য বেশ কিছু প্রতিশ্রæতি দিয়েছিলেন। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেনি। আগামী দ্বাদশ নির্বাচনের আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাত দফা দাবী বাস্তবায়ন করার দাবি করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *