স্টাফ রিপোর্টারঃ14 নভেম্বর
মাদ্রাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠপুষÍক প্রণয়নসহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।
আজ সোমবার সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীনের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান,সহ-সভাপতি মুহাদ্দিস মোঃ সালাহ উদ্দিন,কমিটির সাধারন সম্পাদক মাওলানা আকরাম হোসাইন,দোয়াত আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মতিউর রহমান,সুপার মোঃ ইউসুফ আলী,মাওলানা লিয়াকত হোসেন,মোঃ আব্দুর রহমান,মোঃ ফজলুর রহমান,অধ্যক্ষ আজিজুল হক,সুপার আবুল হোসেন,সুপার মোঃ দেলোয়ার হোসেন,মোঃ ঈমান আলী,মোঃ আব্দুল মতিন ও মোঃ মাহাবুবুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন,মাদ্রাসার শিক্ষার জন্য এ সরকােেরর প্রণীত ও জাতীয় সংসদরে গৃহীত জাতীয় শিক্ষা নীতী ২০১০ এ বর্ণিত মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের উপযোগী স্বতন্ত্র শিক্ষাক্রম চালু করতে হবে।মাদ্রাসার পাঠ্যবই,এনসিটিবি,মাদ্রাসা শিক্ষাবোর্ড ও জমিয়াতুল মোদর্রেছীনের বিজ্ঞ ও বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে প্রণয়ন করার দাবী জানান বক্তারা।
মানববন্ধন শেষে জমিয়াতুল মোদার্রেছীনের জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।