
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা, ২৮ জুন
মানিকগঞ্জে ২য় বিভাগ বাছাই পর্বের ক্রিকেট প্রতিযোগিতার চুরান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় গ্রীনভ্যালি স্পোটিং ক্লাব ১৬ রানে ইয়াং ক্রিকেটার্স একাডেমিকে পরাজিত করে।
গ্রীনভ্যালী প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪২ রান সংগ্রহ করে। জবারে ইয়াং ক্রিকেটার্স একাডেমি ২০ ওভার ১২৬ রান সংগ্রহ করে। গত ১৬ জুন এই প্রতিযোগিতা শুরু হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন এবং রানারআপ এই দল ২টি ২য় বিভাগ ক্রিকেটে উত্তীর্র্ণ হয়। এই প্রতেযোগিতায় জেলার মোট ১৭ ক্লাব অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, ক্রিকেট উপকমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু , সদস্য সচিব রিপন শিকদার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারেভজ প্রমূখ