
মানিকগঞ্জ সদর উপজেলার আইরমাড়া গ্রামের মো, জালাল দেওয়ান নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। বাড়ীর কাউকে কিছু না বলে গত তিন দিন ধরে বাড়ী থেকে বের হয়ে গেছে।এখনো তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
তার সন্ধান পাত্রী পরিবারের লোকজন।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি দেখে থাকেন তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
যোগাযোগ—আইরমারা,মিতরা,মানিকগঞ্জ সদর।অথবা মানিকগঞ্জ শহরের অগ্ৰনী চশমা /ঘড়ির দোকানে যোগাযোগ করুন।
০১৬৭৯৩৭০৬৫৩
০১৭২৪৪৮৪৩৮১