
মানিকগঞ্জ সংবাদদাতা,২৩ জানুয়ারি
মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মাদ্রাসা ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোঃ সালাহ উদ্দিন, মাওলানা মোঃ ইয়াহ হিয়া, বিশিষ্ট ক্রীড়াবিদ সরকার মাসুদুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতির অফিস সম্পাদক এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি সদস্য শাহীনুল ইসলাম তারেক, ডা.আল আমিন রোহেল প্রমুখ।
জেলা প্রশাসক ডঃ মনোয়ার হোসেন মোল্লা বলেন, বর্তমানে মাদ্রাসার শিক্ষার প্রতি দেশের মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। দিন দিন মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে। তাই ইসলামি ও আধুনিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।