সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর ও সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের নিকট হতে এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত টাকা মূল্যের ২৬৫ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- সদর থানাধীন পশ্চিম সেওতা গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ আজিজুল হক ওরফে আশিক(২৮), চান্দইর গ্রামের মীর বাবুলের ছেলে মনির হোসেন নবু(৩১), মানোরা গ্রামের আব্দুর রউফের ছেলে মোঃ জুয়েল মিয়া(২৯), সিংগাইর থানাধীন জামির্ত্তা ইউনিয়নের ডাউটিয়া গ্রামের মোঃ জামাল সরকারের ছেলে মোঃ মনির হোসেন(৩৫) ও বকচর গ্রামের মোঃ তাইজুদ্দিনের ছেলে মোঃ খোকন মোল্লা ওরফে খোকন(৩২)। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার(২৭ আগষ্ট) বিকেল সাড়ে ৩ টায় মানিকগঞ্জ সদর উপজেলাযর উত্তর সেওতা ও রাত সাড়ে ৮ টায় সিংগাইরের ডাউটিয়া অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জের এসআই মোঃ বিল্লাল হোসেন ভূইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানাধীন উত্তর সেওতা সাকিনস্থ জনৈক শাহিদুল আলম খানের মুদি দোকানের সামনে খালপাড় সংলগ্ন পাঁকা রাস্তার উপর হতে মোঃ আজিজুল হক ওরফে আশিক(২৮), মোঃ মনির হোসেন নবু(৩১), মোঃ জুয়েল মিয়া(২৯) কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করেন।
একইদিন এসআই মোঃ ফরহাদুজ্জামান ভূইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সিংগাইর থানাধীন ডাউটিয়া সাকিনস্থ আসামি মোঃ মনির হোসেনর বসত বাড়ির উঠান হতে মোঃ মনির হোসেন(৩৫) ও মোঃ খোকন মোল্লা ওরফে খোকন(৩২) কে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ২টি মামলা প্রকৃয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *