
মানিকগঞ্জ প্রতিনিধি ,৩০ জুলাই
ইসলামী মূলবোধে সমৃদ্ধ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী উৎপাদনমূখী,দেশপ্রমিক, যোগ্য আলিম,বৈশ্বিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রসার উদ্যোগে আয়োজন করা হয় অভিভাবক সমাবেশ।
গতকাল শনিবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সমাবেশে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো.মনছুর আলী।
এসময় মাদ্রাসার শিক্ষার মাসোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভবাক ও শিক্ষকদের মধ্যে থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দিন,মাওলানা মো.ইয়াহিয়া,মাওলানা জাকিরুল ইসলাম খান, অভিভাবক সদস্য ও জমিয়াতুল মোদার্রেছীনের জেলা সেক্রেটারী মাওলানা আকরাম হোসাইন, শাহীন তারেক প্রমূখ।